আদালতে শাজাহান খান /
আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে
নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে বলে মন্তব্য করেছেন কারাবন্দী সাবেক মন্ত্রী শাজাহান খান।যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য তাকে আদালতে তোলা হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট মিনহাজুর রহমানের আদালতে তার গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
এর আগে শুনানির জন্য আদালতে ওঠানোর পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন,‘ইউনূস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। গত ৮ মাসে তা প্রমাণ করে দিয়েছে।আজ পাকিস্তান রাজাকারদের সঙ্গে আঁতাত করে, অবৈধ প্রেম করে ক্ষমতায় টিকে আছে।এই ক্ষমতা বেশিদিন টিকবে না।’
গ্রেপ্তার দেখানোর পর হাজতখানায় নিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে।’
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
নির্বাচন করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যখন সুযোগ পাব করব, ইনশাআল্লাহ।’ নির্বাচনের জন্য প্রস্তুত এমন প্রশ্নে বলেন, ‘অবশ্যই প্রস্তুত আমরা। ইনশাআল্লাহ নির্বাচন করব।’
জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিষয়ে শাজাহান খান বলেন, ‘সেজন্য যদি জনগণের কাছে জবাব দিতে হয়, দেব। অনুশোচনা প্রকাশ করতে হয় করব। সুযোগ পেলে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করবে। আওয়ামী লীগ নির্বাচনের দল। নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আর জনগণ সে সুযোগ দেবে।’
এনসিপি প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এনসিপি আঁতুর ঘরে কালাজ্বরে ধুঁকছে। আর জামাতিদের কোলে বসে এখন জামাতিদের শূরা (শরবত) পান করছে।’
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
গ্রেপ্তার দেখানোর মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর কাজলা এলাকায় ১৮ জুলাই আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ৩ থেকে ৪ হাজার নেতাকর্মী ও পুলিশের ওয়ারী ও যাত্রাবাড়ী থানার সদস্যরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রড ও পিস্তল ছিল। বিকেল ৫টায় তারা শান্তিপূর্ণ সমাবেশের ওপর এলোপাতাড়ি গুলি ও মারধর করতে থাকে। এক পর্যায়ে মো. সাকিব হাসান মারা যান।
এ ঘটনায় ২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় ৪৪১ জনকে আসামি করে মামলা করেন ঢাকা মহানগরী দক্ষিণের ৬৩নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আবু বকর (৫৫)।