বাবাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেল মেয়ের
ফরিদপুরের মধুখালীতে অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শুকলা বিশ্বাস (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বাবা মনোহর বিশ্বাস (৮৫) ও বড় বোন পারুল বিশ্বাস (৪৫)।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুকলা বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা লাঙ্গলবাদ গ্রামের মনোহর বিশ্বাসের মেয়ে।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অসুস্থ বাবাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য শুকলা ও তার বড় বোন পারুল মাইক্রোবাসে রওনা দেন। পথে বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শুকলা বিশ্বাস।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার বলেন, ‘একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।’
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘দুই মেয়ে বাবাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হন। মাইক্রোবাসটি ডান পাশের লেনে উঠে যাওয়ায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’