সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিউজের সংশোধনী

অনলাইন ডেস্ক
১২ মে ২০২৫, ১৮:৩৯
শেয়ার :
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিউজের সংশোধনী

‘কেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ঢুকতে পারলেন না সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর?’ এ বিষয়ে নতুন ধারার দৈনিক আমাদের সময় মাল্টিমিডিয়ায় একটি ভিডিও সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, সেদিন বিএনপির অন্যান্য নেতাদের সাথে লুৎফুজ্জামান বাবরও ফিরোজায় বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান। 

লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরে ৬ মে গুলশানের বাসা ফিরোজায় যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে বেলা সোয়া ১১টায় তিনি বিমানবন্দর থেকে সড়ক পথে বাসার উদ্দেশে রওয়ানা হন। কিলো দশেকের পথে হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তার বাসায় পৌঁছাতে লেগে যায় ২ ঘণ্টারও বেশি সময়।

বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে করতে ফিরোজায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ।


খালেদা জিয়ার সাথে ছিলেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সিঁথি।

ফিরোজায় খালেদা জিয়াকে স্বাগত জানান তার মেজ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, শামীমের স্ত্রী কানিজ ফাতেমা, জোবাইদা রহমানের বড় বোন শাহীনা জামান বিন্দু এবং তাদের পরিবারের সদস্যরা। এছাড়া বিএনপি নেত্রীর মেডিকেল বোর্ডের সদস্য এফ এম সিদ্দিক, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।