মা-বাবার কবরে চিরনিদ্রায় গেলেন মুস্তাফা জামান আব্বাসী

বিনোদন প্রতিবেদক
১০ মে ২০২৫, ১৭:১৯
শেয়ার :
মা-বাবার কবরে চিরনিদ্রায় গেলেন মুস্তাফা জামান আব্বাসী

মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন দেশের বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী। বিষয়টি নিশ্চিত করেছেন গুণী এই শিল্পীর নাতি আলভী আশরাফ। তিনি জানান, বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মুস্তাফা জামান আব্বাসীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। দুপুরে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবা পল্লিগীতির অগ্রপথিক আব্বাসউদ্দীন আহমদ ও তার মা লুৎফুন্নেসা আব্বাসের কবরে দাফন করা হয়েছে তাকে।

মুস্তাফা জামান আব্বাসীর ছোট মেয়ে শারমিনী আব্বাসী জানান, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। সর্বশেষ শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ শনিবার ভোরে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭। তিনি দুই মেয়ে এবং বহু ভক্ত-অনুরাগী রেখে গেছেন। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বলা দরকার, সংগীতচর্চার পাশাপাশি গবেষক ও লেখক হিসেবেও খ্যাতি লাভ করেছিলেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। উপমহাদেশের খ্যাতিমান সংগীত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন গুণী এই সংগীতশিল্পী। তার বাবা আব্বাসউদ্দীন আহমেদ ছিলেন পল্লিগীতির সম্রাট।

মুস্তাফা জামান আব্বাসীর লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘রুমির অলৌকিক বাগান’, উপন্যাস ‘হরিণাক্ষি’, স্মৃতিকথা ‘স্বপ্নরা থাকে স্বপ্নের ওধারে’, ‘লোকসংগীতের ইতিহাস’, ‘ভাটির দ্যাশের ভাটিয়ালি’। দেশীয় সংগীত ও সংস্কৃতিতে অনন্য অবদান রাখার জন্য একুশে পদকসহ দেশে-বিদেশে তিনি অনেক সম্মাননা ও পুরস্কার লাভ করেন।