এনএসইউতে অ্যাডভাইজরি বোর্ড উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর

প্রেস বিজ্ঞপ্তি
০৬ মে ২০২৫, ১৯:৩৩
শেয়ার :
এনএসইউতে অ্যাডভাইজরি বোর্ড উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগে প্রথমবারের মতো “ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি বোর্ড” (আইএবি) উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই শতাধিক অতিথি, যাদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং দেশের ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যসেবা খাতের শীর্ষ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার। তিনি বিভাগের ইতিহাস, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এরপর তিনি অ্যাডভাইজরি বোর্ডের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। 

এই অ্যাডভাইজরি বোর্ডে দেশের ১২টি বড় ওষুধ ও হাসপাতাল প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকা অভিজ্ঞ পেশাজীবীরা রয়েছেন, তারা হলেন: রাব্বুর রেজা (বেক্সিমকো ফার্মা), মো. নওয়াবুর রহমান (স্কয়ার ফার্মা), এহসান আজিজ (ইনসেপ্টা ফার্মা), রাহাত উজ-জামান (হেলথকেয়ার ফার্মা), মোঃ ইখতিয়ার হোসেন (এসকেএফ ফার্মা), মোঃ তানবীর সজিব (রেনাটা পিএলসি), মোঃ মুহসিন মিয়া (এসিআই ফার্মা), এস.এম. মাহমুদুল হক পল্লব (বীকন ফার্মা), মোঃ সাইফুল ইসলাম (এভারেস্ট ফার্মা), প্রফেসর ডা. এম.এস. আরফিন (বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল), ডা. আরিফ মাহমুদ (এভারকেয়ার হাসপাতাল), এবং প্রফেসর ডা. জাহিদুল হাসান (স্কয়ার হাসপাতাল)।

এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন ড. দীপক কুমার মিত্র অনুষ্ঠানে বক্তব্য দেন। 

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে শিল্পের চাহিদার সঙ্গে মিলিয়ে গড়ে তুলতে হবে, যেন শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে পারে।

অধ্যাপক আব্দুর রব খান বলেন, ওষুধ উৎপাদন, বিপণন, গবেষণা এবং চিকিৎসা সেবার বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা রয়েছে। এই বোর্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি আরও আধুনিক ও শিল্প-সংশ্লিষ্ট হবে। এছাড়া, শিক্ষার্থীদের চাকরি ও গবেষণার সুযোগও বাড়বে।

অনুষ্ঠানের শেষ দিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও এনএসইউ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে উঠবে। অনুষ্ঠান শেষে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ল্যাব ও গবেষণাগার ঘুরে দেখেন অতিথিরা।