আজকের দিনটি অনেক আনন্দের আবার কষ্টের: সানী

বিনোদন প্রতিবেদক
০৬ মে ২০২৫, ১৫:০০
শেয়ার :
আজকের দিনটি অনেক আনন্দের আবার কষ্টের: সানী

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর জন্মদিন আজ (৬ মে)। তবে বিশেষ এই দিনটি তেমন কোনো আয়োজনই রাখেননি এই অভিনেতা। আর জন্মদিনের এই মাসটিও তার কাছে শোকের একটি মাস। কারণ মে মাসেই মাকে হারিয়েছেন ওমর সানী।

এই অভিনেতা বলেন, ‘আজ আমার জন্মদিন। এই দিনে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই দিনেই আমি পৃথিবীতে এসেছি। আজকের দিনটি আমার জন্য অনেক আনন্দের আবার অনেক কষ্টের। কারণ এই মাসেই আমার মা মারা গেছেন। তাই এই মাসটা আমার জন্য কষ্টের- এ কারণেই আমি কোনো আয়োজন রাখিনি।

এদিকে, সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ওমর সানী। আজকের দিনটিও নিয়মিত কাজের মধ্যদিয়েই যাবে বলে জানান এই চিত্রনায়ক। তবে নিজের রেস্তোরাঁয় জন্মদিনের একটি কেক কাটবেন তিনি, তাও স্টাফ ও ভক্তদের আয়োজনে।