পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো আকিজ ভেঞ্চার

প্রেস বিজ্ঞপ্তি
০৪ মে ২০২৫, ২৩:৪৮
শেয়ার :
পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো আকিজ ভেঞ্চার

দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার তাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে আকিজ ভেঞ্চার উদ্ভাবনী চিন্তা, নিরবিচ্ছিন্ন শ্রম এবং জাতির প্রতি দায়বদ্ধতা থেকে একটি অনন্য পরিচিতি গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটি এখন দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল কনগ্লোমারেট হিসেবে বিবেচিত।

আকিজ গ্রুপের একটি ডাইভার্সিফায়েড উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে আকিজ ভেঞ্চার, যার মূল লক্ষ্য ছিল প্রযুক্তির উৎকর্ষতা, গুণগত পণ্য এবং সেবার মাধ্যমে ভবিষ্যৎমুখী ব্যবসায়িক প্ল্যাটফর্ম গড়ে তোলা। যাত্রার শুরুতেই প্রতিষ্ঠানটি উদ্ভাবনি বিকাশ, ব্র্যান্ড নির্মাণ এবং সামাজিক দায়বদ্ধতা এবং সামাজিক পরিবর্তনের জন্য কাজ করে গিয়েছে।

আকিজ ভেঞ্চার-এর যাত্রা শুরু হয় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আকিজ ডেইরি ও আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক দিয়ে। এরপর একে একে যুক্ত হয় আকিজ হেলথ অ্যান্ড হাইজিন, আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স, আকিজ বাইসাইকেল, আকিজ পেপার মিলস লিমিটেড এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স।

বর্তমানে আকিজ ভেঞ্চার লিমিটেড-এর অধীনে রয়েছে ৬টি ফ্যাক্টরি, ১৬টি ব্যবসা ইউনিট ও ৪৫টি ব্র্যান্ড-যার মাধ্যমে সরাসরি ৩০,০০০-এরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। শুধু দেশেই নয়, আমাদের পণ্য পৌঁছে গেছে বিশ্বের ৪৪টি দেশে।

আকিজ ভেঞ্চারের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, ‘আজ আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। তরুণদের হাত ধরে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। আমরা সেই স্বপ্ন দেখি, যেদিন বাংলাদেশ হবে একটি গর্বিত রপ্তানি নির্ভর অর্থনীতি-যেখানে আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে বলতে পারব ‘মেড ইন বাংলাদেশ’।’

তিনি বলেন, ‘আকিজ ভেঞ্চার লিমিটেড শুরু থেকেই বিশ্বাস করে-সাফল্য আসে তখনই, যখন প্রতিটি ধাপে থাকে গুণগত মান, প্রতিটি পণ্যে থাকে উদ্ভাবন, এবং প্রতিটি সম্পর্কে থাকে সম্মান ও আস্থা। আমরা শুধু পণ্য বা সেবা দিই না, আমরা দিই এমন অভিজ্ঞতা-যা মানুষের জীবনে আনে গুণগত পরিবর্তন। কারণ, আমরা বিশ্বাস করি-আপনার প্রাপ্য কেবল একটি পণ্য নয়, বরং সেরাটা। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আরও দূর, আরও বিস্তারে—এই দেশের মানুষের পাশে থেকে, দেশের উন্নয়নে অবদান রেখে। আসুন, আমরা সবাই একসাথে এই যাত্রায় যুক্ত হই-সততা, আস্থা আর উৎকর্ষতার আলোকে।’

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ পরিবারের সদস্যবৃন্দ, আকিজ ভেঞ্চার গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।