রবিন রাফানের এআই মাস্টার ক্লাসে নতুন মাইলফলক, ১০০০ জনকে প্রশিক্ষণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
০৩ মে ২০২৫, ১৩:৩৭
শেয়ার :
রবিন রাফানের এআই মাস্টার ক্লাসে নতুন মাইলফলক, ১০০০ জনকে প্রশিক্ষণ

বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান তার আলোচিত এআই মাস্টার ক্লাস সিজন ৩ সফলভাবে সম্পন্ন করেছেন। এই সিজনে তিনি একসঙ্গে প্রশিক্ষণ দিয়েছেন ১০০০ জন কনটেন্ট ক্রিয়েটরকে, যা তার জন্য এক অনন্য অর্জন।

এর আগে তিনি এআই মাস্টার ক্লাস সিজন ১ এবং সিজন ২ পরিচালনা করেছিলেন, কিন্তু এবারের সিজন ৩-এ রেকর্ড সংখ্যক অংশগ্রহণকারীর মাধ্যমে তিনি এক নতুন মাইলফলক স্থাপন করেছেন।

শুধু বাংলাদেশ নয়, এবারের সিজনে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ক্রোয়েশিয়া, সাউথ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ মোট ১২টি দেশ থেকে প্রায় ৫০ জন আন্তর্জাতিক কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেছেন।সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, মাত্র ১৬ দিনের মধ্যে ১০০০ আসন পূর্ণ হয়।

প্রায় চার ঘণ্টাব্যাপী লাইভ অনলাইন সেশনে রবিন রাফান প্রশিক্ষণ দিয়েছেন কীভাবে একজন কনটেন্ট ক্রিয়েটর এআইকে সর্বোত্তমভাবে কাজে লাগাতে পারে। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল- টেক্সট থেকে মিউজিক ও গান তৈরি, টেক্সট থেকে ভিডিও ও ছবি তৈরি, এআই ক্যাপশন, সহজে প্রম্পট তৈরি, ভয়েসওভার, টেক্সট থেকে আকর্ষণীয় ভয়েস জেনারেশন এবং অনলাইন বিজনেসের জন্য ব্যানার ও সিজিআই অ্যাড তৈরি। পুরো ক্লাসটি ছিল একেবারে হাতে-কলমে শেখানোর মতো।

প্রশিক্ষণ শেষে রবিন রাফান বলেন, ‘আমরা এখন এআই-এর যুগে বাস করছি। যারা এখনো এআই ব্যবহার শুরু করেননি, মূলত তাদের লক্ষ্য করেই আমি এই প্রশিক্ষণ করেছি। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সৃজনশীল কনটেন্ট তৈরির দিকগুলো সহজভাবে বুঝিয়ে দিতে। সত্যিই আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ একসাথে ১০০০ জনকে প্রশিক্ষণ দেওয়া আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ, সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘এআই এখন শুধু বড় কোম্পানির কাজেই সীমাবদ্ধ নেই। কন্টেন্ট ক্রিয়েটর, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার থেকে শুরু করে যে কেউ এআই ব্যবহার করে নিজের কাজের মান ও গতি বাড়াতে পারে। এআই আমাদের সময় বাঁচায়, সৃষ্টিশীলতা বাড়ায় এবং নতুন সুযোগ তৈরি করে। যারা এখনই শিখতে শুরু করবে, ভবিষ্যতে তাদের প্রতিযোগিতায় অনেক এগিয়ে থাকার সুযোগ তৈরি হবে।’

রবিন রাফানের এ সফল আয়োজন দেশের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য যেমন অনুপ্রেরণার উৎস, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করেছে।