চার দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ শনিবার

অনলাইন ডেস্ক
০২ মে ২০২৫, ২০:২২
শেয়ার :
চার দফা দাবিতে হেফাজতের মহাসমাবেশ শনিবার

নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিলসহ ৫ দফা দাবিতে আগামীকাল শনিবার রাজধানীতে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আগামীকাল শনিবার সকাল ৯টায় শুরু হবে সমাবেশ। এ উপলক্ষে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরির কাজ চলছে।

আজ শুক্রবার বিকেলে মঞ্চসহ সমাবেশের মাঠ পরিদর্শনে আসেন সংগঠনের নেতারা। এ সময় তারা সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

ঢাকার বাইরে থেকে আগতদের নির্ধারিত তিনটি পয়েন্ট ধরে সমাবেশস্থলে আসার অনুরোধ করেন নেতারা। আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত সমাবেশ চলবে বলেও জানান তারা।

এর আগে দুপুর বাইতুল মোকাররম এলাকায় সমাবেশ সফল করতে মিছিল ও গণসংযোগ করে হেফাজত নেতাকর্মীরা।

হেফাজতের চার দফা হলো-

১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা।

২. সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।

৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে।

৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।

এই চার দফা দাবি নিয়ে সংগঠনটির নেতারা দেশের গুরুত্বপূর্ণ জেলার মাদরাসাগুলোতে সফর করেছেন। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব মহাসমাবেশ সফল করার দিক-নির্দেশনা দেওয়ার পাশাপাশি লোক জমায়েতেরও তাগিদ দিয়েছেন তৃণমূলে।