সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা নাসির গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কাচঁপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাসির উদ্দীন উপজেলার কাচঁপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান।
ওসি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।