বিএনএফের ৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি
২৩ এপ্রিল ২০২৫, ১৮:১৫
শেয়ার :
বিএনএফের ৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধন

নবজাতকের ভবিষ্যত রোগ নির্ণয় ও সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) ৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় বাংলাদেশ চীন ফ্রেন্ডশীপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানটি নিওনেটাল বা নবজাতক বিশেষজ্ঞ শিক্ষক ও চিকিৎসকদের মিলন মেলায় পরিণত হয়।

বাংলাদেশ নিওনেটাল ফোরাম যা বাংলাদেশের নবজাতক বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব করে। তাদের ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২৩-২৪ এপ্রিল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁও এ অনুষ্ঠিত হয়। সম্মেলনের আগে দিন নবজাতকদের পুষ্টি এবং কিভাবে রিসার্চ পেপার শিখতে হয় এর ওপর দুটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সারাদেশ থেকে ৭২১ জন নবজাতক বিশেষজ্ঞ এবং ৪ জন বিদেশি বিশেষজ্ঞ তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘Quality Newborn Care at Facility and Home: A pathway to Healthier Future’. সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এমকিউ-কে তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ এর ডেপুটি বাংলাদেশ প্রতিনিধি এমা ব্রিগ্রাম (ঊসসধ ইৎরমযধস) ও বিএনএফএর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক নাজমুন নাহার। সভাপতিত্ব করেন বিএনএফএর সভাপতি অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিএনএফ এর সহ-সভাপতি অধ্যাপক সুখময় কংস বনিক।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে একটি পলিসি সেশন অনুষ্ঠিত হয়। পলিসি সেশনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নবজাতকের পায়ের গোড়ালীর রক্ত পরীক্ষা করে ভবিষ্যৎ রোগ নির্ধারণে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা’।

উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপাস্থাপন করেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারওয়ার বারী। এই অনুষ্ঠানেও সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. মনির হোসেন, সভাপতি বাংলাদেশ নিওনেটাল ফোরাম। ধন্যবাদ জ্ঞাপন করবেন বিএনফএর সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান।