জামায়াতে যোগদান করলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী
পিরোজপুরের ইন্দুরকানীতে হিন্দু সম্প্রদায়ের চারজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার তারা প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।
তারা হলেন- উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামের স্কুল শিক্ষক পলাশ কান্তি মন্ডল (৪৭), ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের রবিন ডাকুয়া (৩৫), রতন বিশ্বাস (৪২) ও কালাইয়া গ্রামের বিমাল ব্যাপারী (৫০)।
এর আগে গত সোমবার সন্ধ্যায় ইন্দুরকানীতে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে। ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়ন শাখা এই কর্মসূচি পরিচালনা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। এছাড়াও ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন, ইন্দুরকানী উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ইন্দুরকানী সদর ইউনিয়নের আমির মাওলানা খায়রুল বাশার, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আহাদুজ্জামান নাঈম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইন্দুরকানী উপজেলা সভাপতি আশরাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগ চলাকালে হিন্দু সম্প্রদায়ের ৪ ব্যক্তি মাসুদ সাঈদীর উপস্থিতিতে ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় কয়েক শতাধিক সহযোগী সদস্য সংগ্রহ করা হয়। অনুষ্ঠানটি বিকেলে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।