কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রাতে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এবারের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে পাসের হার ৩৪.০৫ শতাংশ এবং জিপিএ ছাড়া সর্বোচ্চ নম্বর ৭৭। পাশাপাশি, ‘সি’ ইউনিটে পাসের হার ৬৯.৭৫ শতাংশ এবং জিপিএ ছাড়া সর্বোচ্চ নম্বর ৮৮।
তিনি বলেন, ‘এ এবং সি ইউনিটের রেজাল্ট আজ রাত ১২ টার পর অর্থাৎ, আগামীকাল প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা নিজ প্রোফাইলে লগইন করে রেজাল্ট দেখতে পারবেন।’
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ‘সি’ ইউনিটে ১২টি কেন্দ্রে ৭ হাজার ৬৪৬ জন পরিক্ষার্থী এবং ‘এ’ ইউনিটে ৩০টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৯ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!