রাজশাহীতে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
রাজশাহী নগরীর ভদ্রায় পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। ছবি: সংগৃহীত
ছয় দফা দাবিতে রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর ভদ্রা মোড়ে রেললাইনে আগুন দিয়ে তারা অবরোধ শুরু করেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করা, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দেওয়া এছাড়া ৬ দফার সকল দাবি মানতে হবে।
রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার এস এম হিমেল জানান, অবরোধের কারণে ধুমকেতু ট্রেন রাজশাহী স্টেশনের প্রবেশের জন্য হরিয়ান রেলওয়ে স্টেশনে আটকা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে আইনশৃংখলা বাহিনী।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!