বিইউপিতে বর্ণিল আয়োজনে ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি
১৫ এপ্রিল ২০২৫, ১৯:৪৪
শেয়ার :
বিইউপিতে বর্ণিল আয়োজনে ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিইউপি) এ বর্ণিল আয়োজনে “বাংলা নববর্ষ ১৪৩২” উদযাপন করা হয়েছে। 

দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে পহেলা বৈশাখের অতি প্রত্যুষে বিইউপির মনপুরা মাঠ ও কনকোর্সে বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন ধরণের মজাদার খাবার, প্রতিযোগিতা, খেলাধুলা, বৈশাখি মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি বৈশাখী মেলার উদ্বোধন করেন। 

বিইউপির সকল স্তরের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, পরিবারবর্গ এবং শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।