রবিন রাফানের নেতৃত্বে আনসার ও ভিডিপির ডিজিটাল দক্ষতা কর্মশালা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ১১:৫০
শেয়ার :
রবিন রাফানের নেতৃত্বে আনসার ও ভিডিপির ডিজিটাল দক্ষতা কর্মশালা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে। গতকাল রবিবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান।

কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিজিটাল কনটেন্ট তৈরির বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। রবিন রাফান কনটেন্ট আইডিয়া তৈরির কৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে কনটেন্ট নির্মাণ, স্ক্রিপ্ট লেখা, মোবাইল ভিডিওগ্রাফি, ভিডিও সম্পাদনা, ভিজ্যুয়াল এফেক্টস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহিনীর কার্যক্রমকে উপস্থাপনের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও, কর্মশালায় বাহিনীর ইমেইল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসমূহ হ্যাকারদের হাত থেকে কিভাবে নিরাপদ রাখা যায় সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়।

এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাহিনীর সদস্যদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আধুনিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে দেশের সেবায় আরও কার্যকরভাবে অবদান রাখা সম্ভব হবে। 

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে, প্রধান অতিথি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, রবিন রাফানকে একটি বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন। রবিন রাফানের গঠনমূলক কনটেন্ট তৈরি এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে তার অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণ করে রবিন রাফান বলেন, ‘আনসার ও ভিডিপির মতো একটি সম্মানিত বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই সম্মাননা আমার জন্য এক বিশেষ মুহূর্ত।’

প্রায় ৪০ জন আনসার ও ভিডিপি সদস্য এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার এই উদ্যোগ প্রশংসিত হয়েছে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে। অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই উদ্যোগ বাহিনীর ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।