এসসিবির দুই মেয়াদের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এর ২০২৪ ও ২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে অত্র কাউন্সিলের ধানমন্ডিস্থ নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো. রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী এবং হিসাব বিবরণী অনুমোদিত হয়। এছাড়া সিএসআর কার্যক্রমের আওতায় শিপার্স কাউন্সিল এর পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সহস্রাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যদ্রব্য ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অত্যন্ত সুষ্ঠভাবে সম্পন্ন করায় চেয়ারম্যান মো. রেজাউল করিম পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ জানান।
কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান; ভাইস চেয়ারম্যান গনেশ চন্দ্র সাহা এবং পরিচালকবৃন্দ- আরজু রহমান ভুঁইয়া; সৈয়দ মো. বখতিয়ার; মো: নুরুচ্ছাফা বাবু, জিয়াউল ইসলাম এবং আতাউর রহমান খান পর্ষদ সভায় যোগদান করেন।