উপজেলা পর্যায়ে দরপত্রদাতাদের জন্য বিপিপিএ’র ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) উপজেলা পর্যায়ে দরপত্রদাতাদের জন্য ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক একটি ওরিয়েন্টেশন আয়োজন করে।
আজ বুধবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিপিপিএ প্রথমবারের মতো ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করে যা স্থানীয় দরপত্রদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
মোট ৩৫ জন দরপত্রদাতা এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যা তাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং কার্যকর বলে তারা অভিহিত করেন।
বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম (বিসিসিপি) এর ব্যবস্হাপনায় ওরিয়েন্টেশন কর্মসূচি সকালে বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা আশফাকুর রহমানের ই-জিপি বিষয়ক সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয়। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন ক্রয়কারী সংস্থার প্রতিনিধিরাও ওরিয়েন্টেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ের দরপত্রদাতাদের জন্য পরবর্তী ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১৫ এপ্রিল ২০২৫ তারিখে চরফ্যাসন উপজেলায় অনুষ্ঠিত হবে। দোহাটেকের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এ.এস.এম. শরিফুল হক শ্রীমঙ্গলে বিপিপিএ-এর পক্ষে প্রশিক্ষণ প্রদান করেন।
ই-জিপি সিস্টেমের ওপর হাতে-কলমে প্রশিক্ষণের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে একজন নারী দরপত্রদাতা হেলেনা চৌধুরী বলেন, এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করে তিনি অনেক উপকৃত হয়েছেন। ‘আগে আমি সম্পূর্ণরূপে অন্যদের উপর নির্ভরশীল ছিলাম এবং দরপত্র জমা দেওয়ার জন্য তাদের সাহায্য নিতাম যা প্রায়শই আমার জন্য অসুবিধাজনক ছিল। কিন্তু এখন আমি নিজেই কাজটি সম্পাদন করতে সক্ষম হব,’ তিনি উল্লেখ করেন।
যেহেতু এখন সবকিছু অনলাইনে করতে হয়, তাই ই-জিপি ব্যবহারের ওপর প্রশিক্ষণ পাওয়া আমার জন্য একটি বড় অর্জন, উল্লেখ করে তিনি আরও বলেন, একজন মহিলা দরপত্রদাতা হিসেবে ই-জিপির মাধ্যমে টেন্ডারিং ব্যবসায় অংশ নেয়া অনেক সহজ হয়ে গেছে, কারণ সমস্ত কাজই এখন ঘরে বসে করা সম্ভব।
পূর্বে ই-জিপিতে কাজ করা ভয়ের বিষয় ছিল কিন্তু আজকের ওরিয়েন্টেশনের পর আমার আত্মবিশ্বাস বেড়েছে এবং আমি আরও সুচারুরুপে কাজ করতে পারব। যেকোনো অসুবিধার ক্ষেত্রে ই-জিপি হেল্প ডেস্কের সাহায্য নিতে পাররো, যা আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে শেখানো হয়েছে, তিনি উল্লেখ করেন।
তিনি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে সহায়তা পেতে নারীদেরকে অগ্রাধিকার দেয়ার জন্য বিপিপিএ-র হস্তক্ষেপ কামনা করেন।
আরেক দরদাতা দেলোয়ার হোসেন বলেন, যে তিনি আগে কম্পিউটার দোকানে দরপত্র জমা দেওয়ার কাজ করাতেন যেখানে তাকে পাসওয়ার্ড শেয়ার করতে হত কারণ তিনি নিজে এটি করতে পারতেন না। এখন তিনি মনে করেন, এই ওরিয়েন্টেশন থেকে যে শিক্ষা পেয়েছেন তাতে তিনি নিজেই এখন এটি করতে পারবেন।