মিসরে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রবাস ডেস্ক
০৫ এপ্রিল ২০২৫, ২১:৩২
শেয়ার :
মিসরে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন

বাংলাদেশ দূতাবাস কায়রোতে আজ শনিবার ই-পাসপোর্ট সেবার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিসরে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত সামিনা নাজ। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনেরাল মুহাম্মদ নুরুস সালাম পিএসসি।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপরে ই-পাসপোর্ট প্রকল্পের উপর সংক্ষিপ্ত বক্তব্য দেন ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনেরাল মুহাম্মদ নুরুস সালাম পিএসসি।

এরপরে মূল বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি তার বক্তব্য শুরু করেন। 

নাসিমুল গনি তার বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন ই-পাসপোর্ট এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং বাংলাদেশি নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাবে। 


তিনি একটি তথ্যচিত্রের মাধ্যমে সরকারী যাবতীয় সেবা সহজীকরনের নিমিত্ত সরকারী কর্মচারীদের সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। সিনিয়র সচিব বর্তমান সরকারের নেতৃত্বে চলমান অগ্রযাত্রায় সবাইকে স্বীয় অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার জন্য আহবান জানান। 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন রাষ্ট্রদূত সামিনা নাজ। তিনি জুলাইয়ে গণঅভ্যুত্থানে শহিদদের এবং অসংখ্য আহতদের স্মরণ করেন। রাষ্ট্রদূত মিসরে ই-পাসপোর্ট সেবা চালুকরনের সাথে জড়িত সবাইকে বিশেষভাবে স্বরাষ্ট্র সচিবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

রাষ্ট্রদূত বাংলাদেশ-মিসর দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, প্রধান উপদেষ্টার মিসর সফর এবং পরবর্তীতে পররাষ্ট্র সচিব নেতৃত্বে বাংলাদেশ মিসর ২য় ফরেন অফিস কনসালটেশনের মাধ্যমে সম্পর্ক জোরদারকরন এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে।  

আলোচনা সভার ও তথ্যচিত্রে পরিবেশনের পরে ই-পাসপোর্ট সেবা চালুকরনের অংশ হিসবে তিন জন আবেদনকারীর নিকট ডেলিভারি স্লিপ তুলে দেওয়া হয়। স্লিপগুলো তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনেরাল মুহাম্মদ নুরুস সালাম পিএসসি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বাংলাদেশি শিক্ষক ও কর্মকর্তারা, মিসরে প্রসিদ্ধ বাংলাদেশি ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা, পেশাজীবী, শ্রমজীবীসহ বাংলাদেশি মিডিয়া ব্যক্তিত্ব। অনুশঠানের শেষে তাদের বাঙালি ঐতিহ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়।