মিমকে নিয়ে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের নতুন টিভিসি

প্রেস বিজ্ঞপ্তি
২৯ মার্চ ২০২৫, ১২:১৩
শেয়ার :
মিমকে নিয়ে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের নতুন টিভিসি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর হেলথ অ্যান্ড হাইজিন ক্যাটাগরির জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন। বাজারে আসার পর অল্প সময়েই এর উচ্চ মানের জন্য একটি আস্থার নামে পরিণত হয়েছে। 

এবার ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনেরর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম অভিনীত একটি নতুন টিভিসি শীঘ্রই সম্প্রচারিত হবে।

এছাড়া এই টিভিসি অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, স্পটিফাই, এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্কেও দেখা যাবে।

উল্লেখ্য, বাংলাদেশের সর্বপ্রথম এডিএল এবং এয়ারলেইড পেপারের ডাবল লেয়ার প্রোটেকশন (২ গুণ সুরক্ষা) নিয়ে আসায়, দেশব্যাপী নারীদের মাঝে ফ্রেশ অনন্যা দ্রুত গ্রহণযোগ্যতা অর্জন করেছে। পাশাপাশি পিরিয়ড-সংক্রান্ত বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দেওয়ার মনোভাব গড়ে তুলতে দেশব্যাপী নানান কর্মসূচি অব্যাহত রেখেছে ব্র্যান্ডটি।

টিভিসিতে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনেরর এডিএল ও এয়ারলেইড পেপার-এর ডাবল লেয়ার প্রোটেকশন-এর মাধ্যমে বেশি কমফোর্ট-এর বিষয়টি তুলে ধরা হয়েছে। 

এই টিভিসির মাধ্যমে পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার শিক্ষা ছড়িয়ে দিতে এবং এ সংক্রান্ত সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দিয়ে সমাজের প্রতিটি স্তরে নারীদের সাহস যোগাতে ব্র্যান্ডটির প্রতিশ্রুতিকে তুলে ধরেছে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন।