ভাতিজার মারধরে চাচার মৃত্যু

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
২৮ মার্চ ২০২৫, ১৬:২৯
শেয়ার :
ভাতিজার মারধরে চাচার মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার মারধরের শিকার হয়ে চাচা সজিবের (৩০) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাবাড়ি ইউনিযনের নোয়াগাঁও গ্রামের কুটুমনিরপার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব ও তার ভাতিজা সৈকত একই গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত সৈকতকে আটক করেছে।

জানা যায়, টাকা নিয়ে গতকাল সন্ধ্যায় সজিবের সঙ্গে তার বাবা তমিজুদ্দিনের ঝগড়া হয়। এক তমিজুদ্দিন ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে মারতে নাতি সৈকতকে হুকুম দেয়। দাদার হুকুমে সৈকত চাচা সজিবকে বেধরক মারধর করে। পরে রাত দুইটার দিকে নিজ বাড়িতে গুরুত্বর আহত সজিবের মৃত্যু হয়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) মোহাম্মদ আলী শেখ জানান, ‘ঘটনাস্থলে এসে জানতে পেয়েছি টাকা নিয়ে ঝগড়ার সময় ভাতিজার মরধরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।’

শ্রীপুর থানার পরিদর্শক (ওসি) মো.জয়নাল আবেদীন মন্ডল জানান, পারিবারিক কলহের ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হচ্ছে। এ বিষয়ে স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।