টঙ্গীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

টঙ্গী প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ০৯:৪৮
শেয়ার :
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরে টঙ্গীতে ট্রেনের ধাক্কায় সিয়াম (১৮) নামে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিক্ষার্থী গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভাটিয়া গ্রামের মো. মুজাহিদের ছেলে।

তিনি রাজধানীর উত্তরার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণীতে লেখাপড়া করত।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী বউবাজার এলাকা অতিক্রম করার সময় ভুক্তভোগী শিক্ষার্থী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা সিয়ামকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, ইতিমধ্যে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।