‘শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন’

যশোর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫, ২১:১২
শেয়ার :
‘শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন’

বিএনপির নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘৭ মার্চের ভাষণে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির অপরাজনীতি করার জন্য যুগে যুগে ইতিহাস বিকৃত করেছে। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা নয় বরং পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তাই তিনি ৭ মার্চ বক্তব্য শেষ করেছিলেন জয় পাকিস্তান বলে। ৭ মার্চ এর ভাষণ নিঃসন্দেহে আলোড়ন সৃষ্টি করা বক্তব্য কিন্তু, সেই ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নেই। ‘

আজ শুক্রবার যশোর প্রেসক্লাবে জাগপা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘সময় এসেছে ৭১ এর সঠিক ইতিহাস প্রকাশ করার। ৭১-এর চেতনা বিক্রির অপরাজনীতি বাংলাদেশে মুখ থুবড়ে পড়েছে। ২৪-এর চেতনা বিক্রির অপরাজনীতি কেউ করতে চাইলে সেটাও এক সময় হারিয়ে যাবে। আমি আমার যুবক ভাইদের অনুরোধ করব ৭১ ও ২৪ থেকে শিক্ষা গ্রহণ করুন। ৭১ ও ২৪-এর চেতনাকে ধারণ করুন কিন্তু, সেই চেতনাকে আওয়ামী লীগের মতো কেজি দরে বিক্রি করার চেষ্টা করবেন না। কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। ’

অধ্যাপক নার্গিস বেগম, ‘আগামীর স্বাধীন সার্বভৌম সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবার একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে। পিলখানা গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা, জুলাই গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাগপার পেসিডিয়াম সদস্য নিজাম উদ্দিন অমিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো. ইসহক, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার আমির অধ্যাপক গোলাম রসূল, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সমন্বয়ক রাশেদ খান, নাগরিক কমিটি যশোর জেলার নেতা সুয়াইব হুসাইন, ফল ব্যবসায়ী সমিতি যশোর জেলার সভাপতি এস এম সাইফুল ইসলাম লিটন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনয়ারুল কবীর নান্টু, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, ডা. এম এ সামাদ, খালিদ হোসেন, আলহাজ্ব জাকির হোসেন, আলহাজ্ব আক্তার হোসেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা জাগপা সাধারণ সম্পাদক কামাল চৌধুরী। সভা পরিচালনা করেন জাগপা নেতা রেজওয়ান বাবু। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. অহিদুজ্জামান।