বিএনপির সংঘর্ষের কারণে খালি হাতে ফিরল শিক্ষার্থীরা

রাজশাহী ব্যুরো
০৮ মার্চ ২০২৫, ২০:০৯
শেয়ার :
বিএনপির সংঘর্ষের কারণে খালি হাতে ফিরল শিক্ষার্থীরা

রাজশাহীর পবায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার হয়েছে। এতে অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাগসারা উচ্চবিদ্যালয়ে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পণ্ড হয়ে যায় শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রম।

স্থানীয়রা জানিয়েছে, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি কে হবেন—তা নিয়ে বেশ কিছু দিন ধরে নওহাটা পৌর বিএনপির দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর মধ্যে কয়েক দিন আগে ওই বিদ্যালয়ের সভাপতি মনোনীত হন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। নতুন সভাপতি হওয়ায় তাকে নিয়ে আজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের আয়োজন করেন প্রধান শিক্ষক।

খবর পেয়ে আরেক পক্ষ নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন পক্ষের নেতাকর্মীরা গিয়ে স্কুলে জড়ো হন। একপর্যায়ে রফিকুল পক্ষের সঙ্গে মকবুল পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় পণ্ড হয়ে যায় নতুন বই বিতরণ কার্যক্রম। শিক্ষার্থীরা বই নিতে এসে খালি হাতে বাড়ি ফিরে যায়। এ ঘটনায় স্কুল কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।

বাগসারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, নতুন সভাপতিকে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু দুই পক্ষের মধ্যে মারধরের কারণে সেটি বন্ধ হয়ে যায়।

বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘পৌরসভার সাবেক মেয়রের লোকজন বই বিতরণে বাধা দিতে এসেছিল। আমরা প্রতিহত করতে গেলে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।’

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। দুই পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।’