যৌন হয়রানির অভিযোগ তদন্ত চলাকালে চাকরি থেকে অব্যাহতিতেই থাকবেন অর্নব

অনলাইন ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ২০:০২
শেয়ার :
যৌন হয়রানির অভিযোগ তদন্ত চলাকালে চাকরি থেকে অব্যাহতিতেই থাকবেন অর্নব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ তদন্তকালে চাকরি থেকে অব্যাহতিতেই থাকবেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার অভিযুক্ত মোস্তফা আসিফ অর্নব। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

আজ বিকেলে এ তথ্য জানিয়েছেন ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  তদন্ত কমিটিতে আরও রয়েছেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া ও কেন্দ্রীয় গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরিয়ান। তাদের দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সাইফুদ্দীন আহমেদ বলেন, তদন্ত কমিটি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করবে। ভুক্তভোগী, অভিযুক্ত সবার সঙ্গে কথা বলবে এবং প্রকৃত ঘটনা উদঘাটন করতে যা যা করার তা করবে। তদন্ত প্রতিবেদন পেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অভিযুক্তের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তদন্ত চলাকালে অভিযুক্ত চাকরিতে থাকতে পারবে না।

এদিকে, সহকারী প্রক্টর ও তদন্ত কমিটির প্রধান রফিকুল ইসলাম বলেছেন, তারা যাবতীয় ঘটনার বিশ্লেষণ করা শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল বুধবার অর্ণবের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন ঢাবির এক ছাত্রী। পরে তিনি মামলাও করেন। এ মামলায় অর্নবকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তার জামিন মঞ্জুন করেছেন আদালত। তবে তাকে ছাড়িয়ে নিতে শাহবাগ থানায় যান ‘তৌহিদি জনতা’।

মামলায় অভিযোগ থেকে জানা যায়, ওই শিক্ষার্থী ৫ মার্চ দুপুর দেড়টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় জাদুঘরের সামনে থেকে বন্ধুর সঙ্গে হেঁটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাচ্ছিলেন। রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ অর্নব ওই শিক্ষার্থীর সামনে আসে। পর্দা করে নাই কেন- বলে প্রশ্ন করে। ওড়না ঠিক নাই কেন বলাসহ আরও কুরুচিপূর্ণ কথা বলে তাকে যৌননিপীড়ন করে।

ওই শিক্ষার্থী প্রক্টরকে মোবাইলে কল দিতে চাইলে অর্নব দৌড়ে পালিয়ে যান। পরবর্তী সময়ে বিষয়টি সে তার সহপাঠীদের অবহিত করে এবং ফেসবুকে পোস্ট করেন।