নতুন শিক্ষা উপদেষ্টার সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সৌজন্যে সাক্ষাতে শিক্ষা উপদেষ্টার কাছে শাবিপ্রবির শিক্ষা, গবেষণা ও উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। পাশাপাশি শাবিপ্রবির আসন্ন চতুর্থ সমাবর্তন নিয়েও উপদেষ্টাকে অবগত করে শাবিপ্রবিতে আমন্ত্রণ জানান উপাচার্য।
এ সময় শাবিপ্রবির অগ্রগতি, উন্নয়ন, শিক্ষা ও গবেষণা যুগান্তকারী পরিবর্তনে সহযোগিতার আশ্বাস দেন অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত এ শিক্ষা উপদেষ্টা। পাশাপাশি শাবিপ্রবিকে এগিয় নিতে বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন তিনি।
এ সময় উপাচার্যের পিএস ড. সালাউদ্দিন এবং দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে গতকাল বুধবার নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী অধ্যাপক সি আর আবরার। তিনি সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের দায়িত্বে স্থলাভিষিক্ত হয়েছেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!