নরওয়ের ডেপুটি হেড অব মিশনের আরএএস প্রযু্ক্তি বিষয়ে আলোচনা
আরএএস প্রযু্ক্তিতে মাছ চাষের প্রকল্প বিষয়ে বাংলদেশে এই শিল্পের সম্ভাবনা ও সর্বশেষ অগ্রগতি জানতে নরওয়ের ডেপুটি হেড অব মিশন, Marianne Rabe Knaeverlsrud এর নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল আজ আজ বৃহস্পতিবার ঢাকার গুলশানে অবস্থিত Agile Resources কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়৷ Agile Resources বাংলাদেশে নরওয়ের আরএএস প্রযু্ক্তি ও জ্ঞান সরবরাহকারী প্রতিষ্ঠান NORAS Watertech AS এর প্রতনিধি৷
প্রতিনিধিদল গভীর আগ্রহের সঙ্গে Agile Resources এর কার্য্যক্রম সম্পর্কে অবহিত হন এবং উপস্থিত আগ্রহী উদ্যোক্তাদের সাথে আলোচনা করেন৷ ডেপুটি হেড অব মিশন ঢাকাস্থ নরওয়ের দূতাবাসের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতার আশ্বাষ প্রদান করেন৷
উল্লেখ্য যে, RAS তথা Re-circulating Aquaculture System প্রচলিত খামারের তুলনায় মাত্র ২ শতাংশ জমিতে সম পরিমানের সুস্বাদু (Wild Catch Taste), ১০০% দূষণমুক্ত মাছ উৎপাদনের অত্যাধুনিক, ১০০% পরিবেশ বান্ধব, নিয়ন্ত্রিত পরিবেশে ভূগ্ভর্স্থ পানি ব্যবহার করে মাছ চাষ করার প্রযুক্তি৷ মাছ চাষের পাশাপাশি প্রকল্পে Greenhouse পদ্ধতিতে শাকসবজি চাষেরও ব্যবস্থা রয়েছে৷ প্রকল্প থেকে প্রতিদিন যে পরিমাণ পানি ও CO2 গ্যাস নির্গত হয় তা Greenhouse এ সরবরাহকরা হয় বিধায় প্রকল্পটি ১০০% দূষণমুক্ত৷
Agile Resources এর Founder & CEO, Quamruzzaman Khan Sohel আলোচনা অনুষ্ঠানে মূল বক্তা ও সঞ্চালকের ভূমিকা রাখেন৷ আগ্রহী উদ্যোক্তাদের মধ্যে জনাব হাকিম আলী,ব্যবস্থাপনা পরিচালক, হোটেল আগ্রাবাদ, চট্টগ্রাম, শামসুজ্জামান খান,চেয়ারম্যান,এ. কে. খান অ্যান্ড কোং লিমিটেড, বিচ হ্যচারী লিমিটেডের প্রতিনিধি ও Agile Resources এর উপদেষ্টাগণ, হেড অব এঞ্জিনিয়ারিং ও হেড অব কমিউনিকেশন্স উপস্থিত ছিলেন৷
এসময় উপস্থিত ছিলেন মেরিয়ান রাবে কনেভেলস্রুড, ডেপুটি হেড অব মিশন, নরওয়েজিয়ান দূতাবাস, ঢাকা, সাইয়েদ মুনতাসির বাইজিদ, ইকোনমিক অ্যাফেয়ার্স ও ট্রেড অ্যাডভাইজর, নরওয়েজিয়ান দূতাবাস, ঢাকা, কামরুজ্জামান খান, ফাউন্ডার ও সিইও, অ্যাজাইল রিসোর্সেস এবং এইচ.এম. হাকিম আলী, ব্যবস্থাপনা পরিচালক, হোটেল আগ্রাবাদ।