ট্রেনের ধাক্কায় ২ নারীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ১৬:৩৪
শেয়ার :
ট্রেনের ধাক্কায় ২ নারীর মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর ও বেলগাছি রেল স্টেশনে পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, অপরজন অজ্ঞাত। আজ বৃহস্পতিবার দুপুরে ও গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুরে ট্রেনের ধাক্কায় মারা যান জোহরা। তিনি ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে বাঁধা থাকা তিনটি ছাগলের মধ্যে দুটি দড়ি প্যাঁচিয়ে লাইনের ওপর আটকে যায়। ট্রেন আসতে দেখে জোহরা দ্রুত ছাগলগুলো সরাতে গিয়ে নিজেই দুর্ঘটনার শিকার হন। ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান, সঙ্গে দুটি ছাগলও কাটা পড়ে।

অপরদিকে, আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বেলগাছি রেল স্টেশনের পাশে এক অজ্ঞাত নারী ট্রেনে কাটা পড়ে মারা যান।

খানগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুর রহমান সোহান বলেন, ‘বেলগাছি রেল স্টেশনের পাশে গাছের নিচে বসে ছিলেন ওই বৃদ্ধা। পরে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান। এখনো বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। ’

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘ গতকাল রেললাইনের ওপর থেকে ছাগল আনতে গিয়ে এক নারী ট্রেনের ধাক্কায় মারা যায়। আজ বেলগাছি রেল স্টেশনের পাশে এক নারী ট্রেনের ধাক্কা মারা গেছেন। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে জোহরার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর অজ্ঞাতনামা নারীর পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। ’