মানবতাবিরোধী অপরাধের বিচারে চাপ না দেওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের

অনলাইন ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ১৬:২১
শেয়ার :
মানবতাবিরোধী অপরাধের বিচারে চাপ না দেওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের

মানবতাবিরোধী অপরাধের বিচারে চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বুধবার ট্রাইব্যুনালে করা এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা কঠিন প্রক্রিয়া, কেউ বাড়তি চাপ দেবেন না। ‘

এর আগে বিচার প্রক্রিয়ায় সব ধরনে সহযোগিতার আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্টের সাবেক দুই কূটনীতিক। রাইট টু ফ্রিডম নামের মার্কিন থিংকট্যাঙ্কের পক্ষ থেকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শ করেন তাঁরা।

এর আগে, আজ সকালে ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিজ। পরে তারা তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা মানবতাবিরোধী অপরাধের বিচারের বর্তমান অগ্রতি ও সার্বিক খোঁজ-খবর নেন।

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং গত ১৫ বছরে যারা গুম-খুনের শিকার তারা যেন ন্যায়বিচার পান এবং ভবিষ্যতে আর কেউ যেন বিগত সরকারের মতো অপরাধ না করতে পারে সে ব্যাপারে তারা তথ্য দিয়ে এবং পরামর্শমূলক সহযোগিতা করতে চান বলে জানান চিফ প্রসিকিউটর।