নিয়োগ নিয়ে হট্টগোল, ক্যাম্পাসে বহিরাগতদের নিষিদ্ধ করল ইবি

ইবি প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ১৬:০০
শেয়ার :
নিয়োগ নিয়ে হট্টগোল, ক্যাম্পাসে বহিরাগতদের নিষিদ্ধ করল ইবি

নিয়োগ নিয়ে উপাচার্যের কার্যালয়ে হট্টগোলের পর ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। আজ বুধবার সকালে ক্যাম্পাসজুড়ে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

মাইকে বলা হয়, নিরাপত্তার স্বার্থে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। সেইসঙ্গে বিশবিদ্যালয় অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের নিজ নিজ পরিচয়পত্র বহন করতে বলা হলো। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘প্রশাসনের মনে হয়েছে ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা প্রয়োজন। তাই মাইকিং করা হচ্ছে। আমরা বলার পরেও কেউ ঢুকলে বিষয়টি খতিয়ে দেখব। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

এর আগে গতকাল মঙ্গলবার প্রশাসনিক পদে নিজেদের পছন্দের লোক নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে দফায় দফায় কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের মাঝে হট্টগোল হয়। এ সময় সাংবাদিকরা প্রবেশ করতে গেলে আহ্বায়ক ও সদস্যসচিবের নেতৃত্বে বাধা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।