রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা
রূপালী ব্যাংক পিএলসি’র বরিশাল বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বরিশাল সদরের বিডিএস ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ ব্যবসায়িক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক ‘সময় নির্দিষ্ট কর্মপরিকল্পনা’ অনুযায়ী খেলাপী ঋণ আদায় এবং অন্যান্য ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল ও কর্মপরিকল্পনা বিষয়ে শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করেন। সভা শেষে ২০২৪ সনের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে শাখা ব্যবস্থাপকদের মধ্যে ‘পারফরম্যান্স এওয়ার্ড -২০২৪’ প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।
এ সময় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও ৪৯ টি শাখার ব্যবস্থাপক এবং ০২ টি উপশাখার ইনচার্জ উপস্থিত ছিলেন।