বিইউপি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২০
শেয়ার :
বিইউপি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিইউপি ক্রিকেট টুর্নামেন্টের (শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী)-২০২৫ চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আজ রবিবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিইউপির শারীরিক শিক্ষাকেন্দ্রে গত ১১ ফেব্রুয়ারি থেকে এ টুর্নামেন্টের আয়োজন করে। যেখানে মোট ৮টি টিম অংশগ্রহণ করে।

ফাইনাল ম্যাচে টিম-২ (রেজিস্ট্রার অফিস) এবং টিম-৪ (পিআরআইপি, আইসিটি ও আইওসি অফিস) পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতায় টিম-২ (রেজিস্ট্রার অফিস) চ্যাম্পিয়ন এবং টিম-৪ (পিআরআইপি, আইসিটি ও আইওসি অফিস) রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।