আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপালী ব্যাংকের শ্রদ্ধা
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি।
আজ শুক্রবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম ও হাসান তানভীর উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈন উদ্দিন মাসুদ, তানভীর হাসনাইন মঈন, শেখ মনজুর করিম ও মো. মনিরুল ইসলামসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রূপালী ব্যাংক জিয়া পরিষদ ও কর্মচারী সংঘের পক্ষেও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।