পুরান ঢাকার সূত্রাপুরে সুইট নেশনের ৭ম ব্রাঞ্চ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪০
শেয়ার :
পুরান ঢাকার সূত্রাপুরে সুইট নেশনের ৭ম ব্রাঞ্চ উদ্বোধন

মিষ্টি জাতীয় খাদ্য পণ্য জনপ্রিয় ব্র্যান্ড সুইট নেশনের ৭ম ব্রাঞ্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা করা হয়েছে। রাজধানী পুরান ঢাকার সূত্রাপুরে ২৮/১ কাঠেরপুল, বানিয়া নগর এলাকায় উদ্বোধন করা হয় সুইট নেশনের এই ৭ম ব্রাঞ্চটি।

গতকাল বুধবার বিকেলে সুইট নেশনের ৭ম ব্রাঞ্চের ফিতা কেটে উদ্বোধন করেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচাল মোহাম্মদ ফয়সাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাহজুল ইসলাম রাজিব, সুইট নেশনের প্রধান উদ্যেক্তা ফখরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবারস প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক মাহমুদুল ইসলাম রিফাত, নবাব টোবাকোর পরিচালক আরশীফ আলী এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজসহ অন্যান্যরা।

স্বাস্থ্যসম্মত অর্গানিক পদ্ধতিতে নিজস্ব খামারের গাভীর দুধ দিয়ে মিষ্টির স্বাদকে অক্ষুন্ন রেখে বিশুদ্ধ দই, মিষ্টি নারায়ণগঞ্জ ও রাজধানীর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পদক্ষেপ হিসেবে এই শোরুমের যাত্রা করেছে বলে ব্রান্ডটির প্রধান উদ্যেক্তা ফকরুল ইসলাম রাহাদ জানান, সুইট নেশনের সুস্বাদু মিষ্টির রয়েছে ৫০টির অধিক আইটেম। এছাড়া বার্থডে কেক,পার্টি কেক সহ রয়েছে স্ন্যাকস টিফিনের ও বিভিন্ন আইটেম। 

তিনি বলেন, ‘ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুইট নেশনের পণ্যের মান বজায় রেখে সময়ের সঙ্গে নতুনত্বের আর পণ্য উৎপাদন করার পরিকল্পনা মাথায় রেখে নারায়ণগঞ্জ, ঢাকা ও রাজধানীসহ আশেপাশের জেলাগুলোতে আরও আউটলেট করার পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জ থেকে পরিচালিত সুস্বাদু মিষ্টির সবার প্রিয় ব্র্যান্ড সুইট নেশন আজকের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় ৪টি ও নারায়ণগঞ্জে তিনটিসহ মোট ৭টি ব্রাঞ্চ-এর যাত্রা শুরু করল।