ঢাকায় পালিত হলো আলজেরিয়ার জাতীয় শহীদ দিবস

নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৫
শেয়ার :
ঢাকায় পালিত হলো আলজেরিয়ার জাতীয় শহীদ দিবস

বাংলাদেশে আলজেরিয়ার দূতাবাস গতকাল বুধবার দেশটির জাতীয় শহীদ দিবস পালন করেছে। এদিন ঢাকায় আলজেরীয় রাষ্ট্রদূত ড. আবদেলওহাব সাইদানি ৫৬ লাখ সাহসী আলজেরীয় তরুণ-তরুণীর আত্মত্যাগকে স্মরণ করেন, যারা তাদের মাতৃভূমি রক্ষায় প্রাণ বিসর্জন দিয়েছেন। 

আলজেরিয়া ১৯৯০ সাল থেকে ১৮ ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস হিসেবে দিনটিকে পালন করে আসছে। এই দিনটি সেই বীর শহীদদের স্মরণে পালিত হয়, যারা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন উৎসর্গ করেছিলেন। 

এ বছর দিবসটির স্লোগান ‘শহীদ, এক অমর আত্মা এবং বিশ্বস্ততার পথপ্রদর্শক’।

রাষ্ট্রদূত ড. আবদেলওহাব সাইদানি বলেন, ‘এই দিবসটি আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্ব তুলে ধরার এবং তরুণ প্রজন্মের মধ্যে এই মহান অতীতের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার সুযোগ সৃষ্টি করে। আমাদের নতুন প্রজন্মকে অবশ্যই তাদের গৌরবময় ইতিহাসের সঙ্গে এই বন্ধন অটুট রাখতে হবে এবং ১৩২ বছরের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে শহীদদের অসীম আত্মত্যাগ স্মরণ করতে হবে। ’

রাষ্ট্রদূত বলেন, ‘এই দিবসটি ১৯৯০ সাল থেকে প্রতি বছর ১৮ ফেব্রুয়ারি উদযাপিত হয়ে আসছে। এটি সেই বিশেষ সংগঠনের (ওএস) প্রতিষ্ঠার দিনটিকে স্মরণ করে, যা ১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে এমটিএলডি দলের সশস্ত্র শাখা হিসেবে গঠিত হয়েছিল। এই সংগঠনই ১ নভেম্বর ১৯৫৪ সালে বিপ্লবের সূচনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।’