ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যু
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। দুইজনের পরিচয় এখনোও সনাক্ত হয়নি।
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে খুলনাগামী নকশীকাঁথা ট্রেনের ছাদে চড়ে যাওয়ার সময় পাংশা উপজেলার কালিকাপুর ব্রীজের সঙ্গে ধাক্কা লেগে পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। একই দিন সাড়ে ৪টার সময় গোয়ালন্দ থেকে পোড়াদহ গামী সাঁটল ট্রেনে কাটা পড়ে সদর উপজেলার পাচুরিয়া এলাকায় একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মো. সিদ্দিকুল ইসলাম বলেন, ‘একই দিনে দুই জনের মৃত্যু হয়েছে। নকশীকাঁথা ট্রেনের ছাদে চড়ে যাওয়ার সময় কালিকাপুর ব্রীজের সঙ্গে ধাক্কা লেগে পড়ে ঘটনাস্থলে একজন মৃত্যু হয়। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। আর পাচুরিয়ায় একজন মারা গেছেন। আমাদের ধারণা, লোকটি আত্মহত্যা করতে ট্রেনের নিচে পড়ে মারা যান। দুই জনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সিআইডি’র ক্রাইম সিনের টিম আসার পর উভয়ের পরিচয় সনাক্তের চেষ্টা করা হবে।’