নওগাঁ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম শিল্পবিপ্লবের উপযোগী মানবসম্পদ গড়ে উঠবে: আমিনুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০
শেয়ার :
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম শিল্পবিপ্লবের উপযোগী মানবসম্পদ গড়ে উঠবে: আমিনুল ইসলাম

পঞ্চম শিল্পবিপ্লবের উপযোগী এআই ও রোবটিক্স যুগের উপযোগী মানবসম্পদ গড়ে উঠবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্যক্রম শুরু না হওযায় কিছুটা খারাপ লাগছে নওগাঁবাসীর। নওগাঁর মানুষ অনেক ধৈর্য ধারন করেছেন। চিন্তার কোনো কারণ নেই। কৃষি, ইতিহাস ও ঐতিহ্যের এই জেলায় দ্রুত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু হবে। দক্ষ মানব সম্পদ তৈরি হবে এই বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবে বরেন্দ্রভূমি এই জেলা।

বিশেষ অতিথির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল বলেন, অষ্টম শতাব্দীতে নওগাঁর পাহাড়পুড়ে বিশ্ববিদ্যালয় ছিল। কিন্তু আধুনিক যুগে এসেও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয়নি, বিষয়টি দুঃখজনক। নওগাঁর ইতিহাস ও ঐতিহ্যের কথা বিবেচনা করলে আজ থেকে এক হাজার বছর আগে নওগাঁ বিশ্ববিদ্যালয় চালু করা উচিত ছিল। তিনি দ্রুত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করার দাবি জানান।

অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এর আগে দুপুর ১২টায় সদর উপজেলা চত্বরে ফেষ্টুন উড়িয়ে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি নওগাঁয় বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। এরপর ওই বছরের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩ সংসদে পাস হয়। ওই বছরের ৯ জুন বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। এরপর ২০২৪ সালের ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভিসি হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের (আইবিএ) অধ্যাপক মোহা. হাছানাত আলী। চলতি বছরের ২৬ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামকরণ করে বর্তমান সরকার।