রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষককে দুদকে তলব
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১ জন শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
তলবের নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন প্রভাষক এ টি এম সাহেদ পারভেজ, প্রভাষক সানজানা সোবহান, অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রভাষক সাজু সরদার, মো. জুলহাস হোসেন, নূর নুসরাত সুলতানা, মো. সালাউদ্দিন, শিবলী ইসলাম, অধ্যাপক গাজী তৌহিদুর রহমান, অধ্যাপক আব্দুল মজিদ ও অধ্যাপক আব্দুল লতিফ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আব্দুস সোবহানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার কার্যকালীন সময়ে (২০১৭ এর মে হতে ২০২১ ৬ মে পর্যন্ত) বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ ও শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জন শিক্ষক-কর্মচারী নিয়োগের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনক সদস্য এবং উপ-পরিচালক মো. সাইদুজ্জামান প্রধান হিসেবে রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত ব্যক্তিদের বক্তব্য শোনা ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। এমতাবস্থায়, উক্ত কর্মকর্তাদের বর্ণিত তারিখ ও সময়ে (অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্রসহ, যদি থাকে) সহকারী পরিচালক খোরশেদ আলমের কাছে দুদকের প্রধান কার্যালয়ে জরুরি ভিত্তিতে বক্তব্য প্রদানের প্রয়োজনীয় নির্দেশ বা ব্যবস্থা গ্রহণের এবং তাদের স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, বাবা-মার নাম, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর নিম্ন স্বাক্ষরকারীর কাছে সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সবিনয় অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!