আজ ‘প্রমিস ডে’, প্রতিজ্ঞা করার দিন
ফেব্রুয়ারি মানেই প্রেম-ভালোবাসার মাস। ভ্যালেন্টাইনস ডে’র আগে এক সপ্তাহ জুড়ে রয়েছে বিভিন্ন স্পেশ্যাল দিন। রোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রপোজ ডে, এরপর আজ থেকে শুরু হয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ। আজ ১১ ফেব্রুয়ারি, ‘প্রমিস ডে’। এই দিন মানেই প্রতিশ্রুতি, অঙ্গীকার, বিশ্বাসের দিন।
সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক বিশ্বাস এবং প্রতিশ্রুতি অপরিহার্য। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে, ভালোবাসা কেবল আবেগের নয়, দায়িত্ব ও আন্তরিকতার বিষয়।
দিনটি প্রেমের সম্পর্কের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ ভালোবাসার মানুষকে ভালো রাখার, একসঙ্গে চলার প্রতিজ্ঞা হবে আজ।
যদিও ভালোবেসে যেকোন সময় প্রতিজ্ঞা করা যায়। সত্যিকথা বলতে- অনুভূতি প্রকাশের কোনো নির্দিষ্ট দিন বা সময় হয় না। তারপরও বিশ্বব্যাপী বিশেষ কিছুদিনকে নির্ধারিত করা হয় উদ্যাপন করার জন্য।
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন
যা হোক; ভালোবাসার সম্পর্ক মজবুত করতে প্রয়োজন একে অপরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা। যে ক্ষেত্রে প্রমিস বা অঙ্গীকার বেশি জরুরি। প্রমিস যে কোনও পরিস্থিতিতে সম্পর্ককে অটুট রাখতে সাহায্য করে।
প্রিয়জনকে উপহার দিয়ে প্রমিস করা যেতে পারে। অথবা তিনি যা ভালোবাসেন তেমন কিছু উপহার হিসেবে দিয়ে প্রমিস করতে পারেন।
- সঙ্গীকে আশ্বাস দিন যে আপনি তার পাশে আছেন। কথায় আছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়। বলুন, ‘প্রমিস করছি, আমরা কোনদিন বদলাব না। আমরা একে অপরকে সম্মান করবো। একে অপরের কথা শুনব।’
আরও পড়ুন:
জরায়ুমুখ ক্যানসারের লক্ষণগুলো জেনে রাখুন
- সঙ্গীকে বলুন, দুজন মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করব। একজনের উপর দায়িত্ব চাপিয়ে দেব না। বরং দুজন মিলে লড়াই করব। উভয়েই সমান আচরণ করব।
- দুজন যদি নিজেদের স্বপ্ন পূরণ করতে চান তবে একে অপরের প্রতি পাশে থাকার আশ্বাস দিতে হবে। এতে স্বপ্নপূরণ আরও সহজ হবে। এই লড়াইটা আরও সহজ হবে প্রিয় মানুষ পাশে থাকলে।
- জীবনে ওঠাপড়া লেগেই থাকবে। জটিল পরিস্থিতি আসবে, কঠিন দিন আসবে। কিন্তু হতাশ হলে চলবে না। মন খুলে সবটা বলতে হবে। এতে দুজন মানুষের প্রতি বিশ্বাস আরও মজবুত হবে।
আরও পড়ুন:
শীতে মুলা কেন খাবেন?
তবে প্রমিস ডে শুধুমাত্র রোমান্টিক সম্পর্কের জন্য নয়; এটি পরিবার, বন্ধু, এমনকি নিজের প্রতি প্রতিশ্রুতির বিষয়েও হতে পারে।