লিফলেট বিতরণকালে যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাংশা উপজেলার মৈশালা বাজারের বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, পাংশা চাঁদপুর গ্রামের মৃত রহমত আলী শেখের ছেলে ও বাবুপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো. নয়ন শেখ (৪০), নিশ্চিন্তপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও বাবুপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হোসাইন (৩৪), নারায়নপুর গ্রামের মো. নজরুল কাজীর ছেলে ও পৌর ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রবিউল ইসলাম ওরফে বাবু (৩৮)।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, পাংশা মডেল থানা এলাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ লিফলেট বিতরণ না করতে পারে তার জন্য পাংশা বাসস্টান্ডে অবস্থান করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রবিবার ভোর সাড়ে ৪টার দিকে মো. রবিউল ইসলাম বাবু, মো. নয়ন শেখ, মো. নাজমুল হোসাইনসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা মৈশালা বাসস্টান্ড এলাকায় যানবাহনের চলাচলের বাঁধা সৃষ্টি করছে। তারা সরকার বিরোধী ষড়যন্ত্র করে অন্তর্ঘাত মূলক কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে অবস্থান করছে। অফিসার ও ফোর্সসহ মৈশালা বাজারের বিদ্যুৎ অফিসের সামনে রাস্তার উপর উপস্থিত হওয়া মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, তাদের কাছ থেকে ৩০ পিস লিফলেট, ১০টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়। তারা সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার ছেলে মিতুল হাকিম, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর নির্দেশে পরস্পরের যোগসাজসে সরকার বিরোধী প্রচারণা, বিভিন্ন ধরনের সরকার বিরোধী সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা করার উদ্দেশ্যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করে দেশের মধ্যে ভয়ভীতি আতঙ্ক সৃষ্টি করার লক্ষে সমাবেত হয়। তাদেরকে পাংশা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।