বেরোবির দুই হলের নাম পরিবর্তনসহ নেওয়া হয়েছে যেসব সিদ্ধান্ত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১১০তম সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে থাকা দুই হলের নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয়-২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ফেলানী হল রাখা হয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাই শহীদ আবু সাঈদের স্মরণে ছুটির দিন ঘোষণা করা হয়েছে। আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে সেই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা ৭টায় ১১০তম সিন্ডিকেট সভা শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাই শহীদ আবু সাঈদের স্মরণে ছুটির দিন ঘোষণা করা হয়েছে। বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা। তবে ওই দিন প্রশাসনিক কাজ চলবে। এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ জুলাই আবু সাঈদের স্মরণে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
আহত শিক্ষার্থীর ব্যাপারে উপাচার্য বলেন, আহত শিক্ষার্থীদের বেতন ও উন্নয়ন ফি মওকুফ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটি ইউজিসি থেকে নির্দেশনা এসেছিল।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা রিফাত হোসেন রাফি এক বছর আগে পরীক্ষার হলে মোবাইল নিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছিলেন। কিন্তু সম্প্রতি জুলাই-আগস্টের ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় তার শাস্তি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃত ছাত্রদল নেতার শাস্তি মওকুফ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড শওকাত আলী বলেন, এই সিন্ডিকেটে রাফির শাস্তির বিষয়টি মওকুফ করা হয়নি। পূর্বের শাস্তি বহাল রয়েছে।