ধানমন্ডিতে চলছে শিল্পী নাজমুন নাহার রহমানের একক চিত্র প্রদর্শনী
রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে শিল্পী নাজমুন নাহার রহমানের পাঁচদিনব্যাপী একক চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আগামী বুধবার পর্যন্ত প্রদর্শনীটি চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শণার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এ চিত্র প্রদর্শনীতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী, শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চিত্র সমালোচক আইযুব ভুঁইয়া।
সম্মানিত অতিথিরা লাল ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে ২৮টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীতে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রদর্শনী উপলক্ষে এক আলোচনায় সম্মানিত অতিথিরা বলেন, শিল্পী তার শিল্পকর্মে নানাভাবে রংয়ের ব্যবহার করে নতুন কিছু সৃষ্টির চেষ্টা করেছেন। নাজমুনের ছবিতে বাস্তবতা ও কল্পনার মিশ্রণ লক্ষ্য করা গেছে। যা শিল্পীকে শিল্পাঙ্গনে টিকিয়ে থাকার জন্য সহায়তা করবে।
উল্লেখ্য, নাজমুন নাহার রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং থেকে অনার্সসহ মাস্টার্স শেষ করেন৷ তিনি দেশে এবং বিদেশে বহু গ্রুপ প্রদর্শনী, আর্ট ক্যাম্প এবং ওয়ার্কশপে অংশ নিলেও এবারই প্রথম তার একক প্রদর্শনী হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, ভারত ও নেপালে তার শিল্পকর্ম নিয়ে গ্রুপ প্রদর্শনী অংশগ্রহণ করেন। এরমধ্যে ফ্রান্স, ভারত ও নেপাল থেকে নাজমুন নাহার বিভিন্ন পুরস্কার লাভ করেন।