সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও তার পরিবারের পাঁচ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দিয়েছেন।
বীর বাহাদুর উ শৈ সিং ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারী পরিচালক মো. আব্দুল মালেক।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আবেদনে দুদকের এ কর্মকর্তা বলেন, সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগ দুদক অনুসন্ধান চালাচ্ছে। তিনি তার স্ত্রী-সন্তানদের নিয়ে যে কোনো সময় দেশ থেকে পালিয়ে যেতে পারেন। তারা পালিয়ে গেলে দুর্নীতির অনুসন্ধান কাজ ব্যাহত হবে ও দীর্ঘায়িত হবে। কাজেই তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি হওয়া আবশ্যক।