রাজধানীতে বিড়াল হত্যায় মামলা

আদালত প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১১
শেয়ার :
রাজধানীতে বিড়াল হত্যায় মামলা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বিড়াল হত্যার ঘটনায় মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর নামে আদালতে মামলা করেছে পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার নামের একটি সংগঠন। আজ বুধবার পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলার আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন শিবলু।

এর আগে ২০১৮ সালের ১০ মে মাটিচাপা দিয়ে কুকুর হত্যার অভিযোগে রাজধানীর রামপুরায় বাগিচারটেক কল্যাণ সমিতির নিরাপত্তাকর্মী ছিদ্দিক মিয়াকে ছয় মাসের কারাদণ্ডের দিয়েছিলেন ঢাকা সিএমএম আদালত। ১৯২০ সালে হওয়া পশুর প্রতি নিষ্ঠুরতা নিরোধ আইনের ৭ ধারায় এ দন্ড দিয়েছিলেন আদালত।

২০১৭ সালে ২৫ অক্টোবর দুটি মা কুকুরকে পিটিয়ে আহত করেন ছিদ্দিক মিয়া। পরে ওই দুটি কুকুরসহ তাদের ১৪টি ছানা একটি বস্তায় ভরে জীবন্ত অবস্থায় মাটিচাপা দেন তিনি। এতে দুটি মা কুকুর ও ১৪টি কুকুরছানা মারা যায়। এ ঘটনায় ২০১৭ সালের নভেম্বর পিপল ফর অ্যানিমেল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান রাকিবুল হক বাদী হয়ে রামপুরা থানায় এ মামলা করেন।