পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে তিতুমীর কলেজের ছাত্র
পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সরকারি তিতুমীর কলেজের ২০২২-২১ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ছাত্র রানা আহমেদ। আজ মঙ্গলবার সাত কলেজের অধীনে সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে গিয়ে তিনি অসুস্থ হন।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের যেসব শিক্ষার্থীরা টানা ছয় দিন অনশন করেছেন রানা তাদের অন্যতম।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর সাড়ে ১২টা থেকে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রানা। বাঙলা কলেজ শাখা রেড ক্রিসেন্ট সোসাইটি ও কলেজ প্রশাসনের সহযোগিতায় দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থবোধ করায় আবারও তিনি পরীক্ষায় অংশ নেন।
রানার অসুস্থ হওয়ার খবর পেয়ে সরকারি বাঙলা কলেজে যান তিতুমীর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুল নাহার। এ সময় তার সঙ্গে আরও তিন শিক্ষক ছিলেন।
অধ্যাপক কামরুল নাহার বলেন, ‘টানা অনশনে রানা এমনিতেই অসুস্থ। তারপরও সে পরীক্ষায় অংশ নিয়েছিল। কিছু সময় পরীক্ষা দেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে আবারও তাকে পরীক্ষা কেন্দ্রে আনা হয়। সে পরে বাকি সময় পরীক্ষা দিয়েছে।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
উল্লেখ্য, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিসহ সাত দফা দাবিতে গত ২৮ জানুয়ারি বিকেল ৫টায় অনশনে বসেন তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী। এরপর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে মহাখালী রেলক্রসিং অবরোধ করেন তিতুমীর শিক্ষার্থীরা। আগামী সাত দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে- এমন আশ্বাস পেয়ে গতকাল রাতে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে গতকাল রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডল। তারা সরকারের পক্ষ থেকে আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করান অধ্যক্ষ।