হাতকড়া উঁচিয়ে আদালতকে কামাল মজুমদার /

‘এটাই কি বীর মুক্তিযোদ্ধার অলংকার’

আদালত প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৮
শেয়ার :
‘এটাই কি বীর মুক্তিযোদ্ধার অলংকার’

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুরে মহিউদ্দিন নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ সময় হাতকড়া উঁচিয়ে বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘এটাই কি একজন বীর মুক্তিযোদ্ধার অলংকার। এজন্যই কি দেশ স্বাধীন করেছিলাম।’

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াক শুনানি শেষে তার এই রিমান্ডের আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কামাল মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। 

শুনানিকালে কামাল আহমেদ মজুমদার আদালতের অনুমতি নিয়ে কিছু বলতে চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, ‘এভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নির্যাতন করা হচ্ছে। এই সরকারের উদ্দেশে বলতে চাই, দেশে আইনের শাসন থাকলে এমনটা হতো না। মামলা করছে, বাদীর খবর নাই। একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে। পরিবারের সদস্যদেরও নির্যাতন করছে। তারা বাড়িতে থাকতে পারছে না। জায়গা-জমি দখল করে নিচ্ছে। মিথ্যা মামলা দিচ্ছে।’

‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা’ উল্লেখ করে হাতকড়া উঁচিয়ে আদালতকে কামাল আহমেদ মজুমদার বলেন, ‘এটাই কি একজন বীর মুক্তিযোদ্ধার অলংকার। এজন্যই কি দেশ স্বাধীন করেছিলাম। শেখ হাসিনার সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কোনো অন্যায়, দুর্নীতি করিনি। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এর বিচার চাই। আদালতের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা রয়েছে। যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করছি।’

এরপর ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ‘তিনি একজন ব্যবসায়ী, রাজনৈতিক নেতা না। রাজস্ব ফাঁকি দিতে রাজনীতিতে নাম লেখান। এলাকায় অবৈধভাবে বিশাল ব্যবসা তৈরি করে নিয়েছেন। আন্দোলনের সময় মিরপুরে জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে। মনে হচ্ছে, তিনি কোনো নতুন গ্রহ থেকে এসেছেন।’

মিথ্যা মামলার বিষয়ে এই আইনজীবী বলেন, ‘এমন নিষ্ঠুর, নির্মমভাবে বাচ্চাদের খুন করা হয়েছে। আর উনি বলছেন, মিথ্যা মামলা করা হয়েছে। ইসরায়েল গাজায় মুসলিমদের ওপর হেলিকপ্টার থেকে গুলি করেছে। এরাও তাই করেছে। পেট্রল দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে। আর উনি বলছেন, মিথ্যা মামলা।’

বীর মুক্তিযোদ্ধা বিষয়ে তিনি বলেন, ‘যারা মুক্তিযোদ্ধা, আপনাদের কারণে তাদের সম্মানহানি হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে মাটির নিচে মিশিয়ে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি একমাত্র মুক্তিযুদ্ধের এজেন্সি। কেন মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করলেন। আর আজ বলছেন মুক্তিযোদ্ধা? আমি বলছি, আপনি নিজেকে মুক্তিযোদ্ধা বলবেন না। গুম, খুন, আয়নাঘর এগুলো কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল। জনগণকে খুশি অথবা কাজ না করলে এমন পরিণাম ভোগ করতে হয়।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট মিরপুর মডেল থানার সামনে আন্দোলন করছিল ছাত্র-জনতা। এ সময় ওই স্থান পার হওয়ার পথে আসামিদের গুলিতে মহিউদ্দিন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মামাতো ভাই গত ১২ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি মামলা করেন।