গাজীপুরে আকিজ ডোরের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি
৩০ জানুয়ারী ২০২৫, ১৯:২৩
শেয়ার :
গাজীপুরে আকিজ ডোরের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

আকিজ ডোরের প্রথম এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন হলো গাজীপুর মহানগরের জয়দেবপুরে। গতকাল বুধবার আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম আনুষ্ঠানিকভাবে শোরুমটি উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘এটি আকিজ ডোরের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই ছাদের নিচে বিভিন্ন ধরনের ও ডিজাইনের দরজা রয়েছে, যা গ্রাহকদের বিভিন্ন পছন্দের ও প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম। আগামীতে পর্যায়ক্রমে সারাদেশে আকিজ ডোরের শোরুম চালু করা হবে। ’

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশক ও মেসার্স ডোর গ্যালারীর স্বত্বাধিকারী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, আকিজ বাশির গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যারা উদ্বোধনকে আরও গৌরবান্বিত করেছেন।

শোরুমটি গাজীপুর জেলার জয়দেবপুর, বি আই ডি সি রোড (শিববাড়ী মোড়)-এ অবস্থিত যেখান থেকে আকিজ ডোরের উচ্চমানের দরজার বৈচিত্র্যময় সংগ্রহ থেকে আপনার জন্য প্রয়োজনীয় দরজা নিতে পারবে।