গাড়িচালক ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবায় গাড়িবুক-সুখীর চুক্তি স্বাক্ষর
গাড়িবুক দেশের শীর্ষস্থানীয় অ্যাপভিত্তিক প্ল্যাটফর্ম। সম্প্রতি তারা গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। যেখানে তারা স্মার্ট চালক ও তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে।
এই চুক্তির অংশ হিসেবে তারা চালকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে। যার প্রভাব পড়বে দেশের পরিবহন খাতে। ফলে সড়ক দুর্ঘটনা, স্মার্ট চালকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা, জীবনযাত্রার মানোন্নয়নসহ পুরো পরিবহন খাতে ইতিবাচক প্রভাব রাখবে।
এ সহযোগিতার মাধ্যমে, গাড়িবুকের চালকরা বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে চিকিৎসকের পরামর্শের জন্য বিনামূল্যে টেলিমেডিসিন পরিষেবা, প্যাথলজি পরীক্ষার ওপর ছাড় এবং অনলাইন ফার্মেসির মাধ্যমে স্বল্পমূল্যে ওষুধ ক্রয়ের সুবিধাসহ বিশেষ ছাড়। এ ছাড়া চালকরা ব্লাড ব্যাংকগুলো থেকে জরুরি সময়ে সেবা পাবেন এবং প্রয়োজনে ইনপেশেন্ট পরামর্শ পরিষেবাগুলোয় বিশেষ ছাড় উপভোগ করবেন।
গাড়িবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাজীব হোসেন বলেন, ‘দেশের পরিবহন খাত নিয়ে কিছু করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের। আমাদের স্মার্ট চালকরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলেই দেশের পরিবহন খাতে পরিবর্তন আসবে। তাই আমরা একটু বড় করে ভেবেছি, যেন চালকরা ও তাদের পরিবারও এই সেবার আওতায় থাকে। ফলে চালকদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি হবে। এটি মূলত পরিবহন খাত নিয়ে গাড়িবুকের বৃহত্তর লক্ষ্যের একটি অংশ। গাড়িবুক সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে আগামী দিনেও কাজ করে যাবে। এভাবেই নিশ্চিত হবে, সবার জন্য নিরাপদ সড়ক।’