বনানী সোসাইটির উদ্যোগে পালিত হল ‘পিঠা উৎসব-২০২৫’

প্রেস বিজ্ঞপ্তি
২৬ জানুয়ারী ২০২৫, ২৩:২৯
শেয়ার :
বনানী সোসাইটির উদ্যোগে পালিত হল ‘পিঠা উৎসব-২০২৫’

বনানী সোসাইটির উদ্যোগে চমৎকার ‘পিঠা উৎসব-২০২৫’ হলো । 

গত শনিবার সকাল ৭টা থেকে মাঘের কনকনে শীত উপেক্ষা করে বৈশাখী পার্কে এই ‘পিঠা উৎসব-২০২৫’অনুষ্ঠিত হয়।

‘বনানী সোসাইটি’ দীর্ঘকাল ধরে অত্যন্ত সাড়ম্বরে পালন করে আসছে ঐতিহ্যবাহী এ উৎসব। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে পারস্পরিক মেল-বন্ধন সৃষ্টিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। 

বছরের এই একটি দিন পাড়া-প্রতিবেশীদের সঙ্গে কাটে পরস্পরের দেখা-সাক্ষাৎ, ভাব বিনিময় ও আনন্দে উচ্ছ্বাসে। বনানী সোসাইটির এ ধরনের সামাজিক যোগাযোগের উদ্যোগের সুযোগ আরও বৃহত্তর অঙ্গনে প্রসারিত হোক, এটাই কামনা উপস্থিত সকেলের। 

উৎসবের পাশাপাশি বনানবাসীদের সমস্যা নিরসনেও আল্লাহ্ তাদের কার্যকরীভাবে সফলতা দান করেন, সেই কামনা করেন সবাই।

এ সময় এলাকার সর্বস্তরের সহশ্রাধিক গন্য মান্য ব্যক্তিগন উপস্তিত ছিলেন।