দৈনিক আমাদের সময়ের সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৫, ২০:৩৮
শেয়ার :
দৈনিক আমাদের সময়ের সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের চুক্তি স্বাক্ষর

দৈনিক আমাদের সময় এবং ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ রবিবার দৈনিক আমাদের সময়ের নিজস্ব কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন ও দৈনিক আমাদের সময়ের এক্সিকিউটিভ এডিটর মাঈনুল আলম । 

এ সময় উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মো. নজরুল ইসলাম শাওন, এসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া, এক্সিকিউটিভ সাদ আব্দুল্লাহ।

দৈনিক আমাদের সময়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব অ্যাকাউন্টস নূরুল আফসার মজুমদার, এইচ আর এন্ড অ্যাডমিন হেড আবু মূসা, হেড অব ডিজিটাল মার্কেটিং সরোয়ার কবির শাকিল, সার্কুলেশন ম্যানেজার আহমেদ সেলিম, বিজ্ঞাপন ম্যানেজার মমিতুল ইসলাম, ডেপুটি ম্যানেজার সার্কুলেশন মো. আক্তার হোসেনসহ আরও অনেকে।

এই চুক্তির মাধ্যমে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন দৈনিক আমাদের সময়ের সকল ডিরেক্টর, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও ফ্যামিলির সদস্যরা।